হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার।চ্যাট মিউট করেন পার্মানেন্টলি।How to mute any chat permanently in Whatsapp
বর্তমানে আমরা কমবেশি সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি।
অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ এ অনেক বিরক্তিকর মেসেজ আসে অনেকের কাছ থেকে।যা আমাদের ভালো লাগে না।আর এই ভালো না লাগা থেকে রেহাই দিতেই হোয়াটসঅ্যাপ তাঁদের একটি নতুন ফিচার আপডেট করেছে।যদিও ফিচার টি পুরানো।ফিচার টি হলো চ্যাট মিউট অফশন।
আপনার যার মেসেজ বা চ্যাট বিরক্ত লাগে, আপনি চাইলে তাঁর চ্যাট পার্মানেন্ট মিউট করে রাখতে পারবেন।
তাহলে দেখা যাক কিভাবে চ্যাট মিউট অফশন টি চালু করবেন।
চ্যাট মিউট অফশন টি চালু করার জন্য প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপ এর লেটেস্ট ভার্সেনে আপনাকে আপডেট করে নিতে হবে।
তার পর নিচের স্কিনশট গুলার মতো কাজ করুন
১/ যার চ্যাট মিউট করতে চান তার চ্যাট হেডে ক্লিক করুন
২/ এবার Mute Notification এ ক্লিক করুন।
৩/ Always সিলেক্ট করে দিন।তাহলেই পার্মানেন্টলি তার চ্যাট মিউট হয়ে যাবে।
বুঝতে অসুবিধা হলে স্কিনশট দেখে নিন।
আবার যদি আনমিউট করতে চান তাহলে, পুনরায় চ্যাট হেড এ ক্লিক করে আনমিউট করে দিন।
আজ এই এপর্যন্তই সবাই ভালো থাকবেন।