৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউলোড সাইট | Top 5 Copyright Free webSite-Rushbd24
৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউলোড সাইট | Top 5 Copyright Free webSite
বর্তমানে ইমেজ বা ছবি খুবই প্রয়োজনীয় জিনিস এবং দরকারি। গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে অনেক কাজেই আমরা ছবি ব্যবহার করে থাকি। যার ফলে দরকার পরে কপিরাইট ফ্রি ছবির।টাকা দিয়ে কপিরাইট ফ্রি ছবি পাওয়া গেলেও কিন্তু আমরা সহজে কপিরাইট ফ্রি ছবি খুজে পাই না।
আজ আমি ৫ টি ওয়েব সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো।যেখান থেকে সহজেই ফ্রি তে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।তাহলে আসুন শুরু করা যাক।
১/pixabay.Com
pixabay খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট যেখান থেকে আপনারা সহজেই কপিরাইট ফ্রি ইমেজ বা ছবি ডাউলোড করে আপনাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।
২/pexels.Com
পিক্সেল হলো আরো একটি জনপ্রিয় সাইট যেখান থেকে আপনি কপিরাইট ইমেজের পাশাপাশি কপিরাইট ফ্রি ভিডিও ডাউলোল করতে পারবেন।
৩/freeimages.Com
freeimages এর ওয়েব সাইট থেকেও রয়ালিটি ও কপিরাইট ফ্রি ইমেজ বা ছবি ডাউলোড করতে পারবেন।যা আপনি যেকোন কমার্সিয়াল কাজেও ব্যবহার করতে পারবেন।
৪/unsplash.com
হাই কোয়ালিটি কপিরাইট HD ইমেজ বা ছবি ডাউলোডের জন্য প্রিয় ওয়েব সাই হলো unsplash।
৫/StockSnap.io
StockSnap হলো একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে প্রতি সপ্তাহে শতশত স্টক কপিরাইট ফ্রি ছবি আপলোড করা হয়।আপনারা সেখান থেকে মন খুশি ছবি ডাউনলোড করতে পারবেন।
আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।