RRF job circular 2021। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে নিয়োগ ২০২১। এনজিও চাকরির খবর ২০২২
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে নিয়োগ ২০২১
প্রশাসন ও মানবসম্পদ বিভাগwww.rrf-bd.org
সার্কুলার নং: ২০২১০৬২৪২৭
ক্যাটাগরি-০১
শিক্ষাগত যোগ্যতাঃ
পদ সংখ্যাঃ
বেতনঃ
- খণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতাসহ ১৫০-২০০টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে ।
- মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তত্তাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা ।
- বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে।
- লক্ষ্যমাত্রা ও বাজেট অর্জনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করতে হবে ।
- এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও দাতা সংস্থার চাহিদা মোতাবেক বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে ।
- মাইক্রোফাইন্যান্গ-এর সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে ।
- তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে ।
RRF job circular 2021
- সংস্থার বিভিন্ন বিভাগ ও মাঠ পর্যায়ের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে ।
- এআইএস ও এমআইএস প্রতিবেদন ক্রসচেক এবং বিশ্রেষণ করে সিদ্ধান্ত গ্রহনে রা লা রে তে
- অধিনন্থ কর্মকর্তা ও কর্মচারীদের পেশাদারিত্ব ও সহায়ক ভূমিকা পালন সানির ওক দর পালন করতে হবে।
- সভা, সেমিনার, প্রশিক্ষন ও কর্মশালা পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং সরকারি, বেসরকারি সংস্থার সাথে সুষ্ঠ যোগাযোগ রক্ষার পাশাপাশি গণসংযোগ করার দক্ষতা থাকতে হবে ।
- প্রতি মাসে ১৫ কর্ম দিবস মাঠ পরিদর্শন/ শাখা পরিদর্শন করতে হবে (অফিসিয়াল গাড়ির সুযোগ ।
- Productivity বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের দক্ষতা থাকতে হবেএবং বাস্তবায়নে সহযোগিতা করতে হবে
ক্যাটাগরি-০২
শিক্ষাগত যোগ্যতাঃ
পদ সংখ্যাঃ
বেতনঃ
- ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতাসহ ন্যুনতম ১৫০-২০০টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে ।
- ব্যাংক অথবা বেসরকারি প্রতিষ্ঠানের 91/72 কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- এআইএস ও এমআইএস প্রতিবেদন ক্রসচেক এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থপনাকে সহায়তা করার দক্ষতা থাকতে হবে ।
- বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে ।
এনজিও চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন
ক্যাটাগরি-০৩
শিক্ষাগত যোগ্যতাঃ
পদ সংখ্যাঃ
বেতনঃ
- খণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতাসহ ন্যুনতম ২৫-৩০টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে ।
- ব্যাংক অথবা বেসরকারি প্রতিষ্ঠানের SME কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
- Productivity বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দক্ষতা থাকতে হবে এবং বাস্তবায়নে সহযোগিতা করতে হবে ।
ক্যাটাগরি-০৪
শিক্ষাগত যোগ্যতাঃ
পদ সংখ্যাঃ
বেতনঃ
- ঋণ কার্যক্রমের মাঠপর্যায়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ব্যাংক অথবা বেসরকারি প্রতিষ্ঠানের SME কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদীঃ
১. সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে ।ngo job circular 2022
২. সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, সিটি ভাতা, কর্মস্থলে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ২দিন, চিকিৎসা তহবিল, ম্টাফ ক্যান তহবিল হতে আর্থিক সুবিধা, আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ঋণ ওস্টাফদের সন্তানদের মেধাবী শিক্ষাবৃত্তি।
৩. সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে ।
আবেদনের শর্তাবলীঃ
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্বাহী পরিচালক-রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র (টেলিফোন/মোবাইল নম্বর ও অভিজ্ঞতা উল্লেখ অতি আবশ্যক) এবং জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা (০২) কপি রঙ্গিন ছবি সহ আবেদন আগামী ১৯ জুলাই, ২০২১ খ্রিঃ তারিখের মধ্যে ডাক/ কুরিয়ার/ সরাসরি জমা দেবার জন্য অনুরোধ করা হলো । শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে ।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে নিয়োগ ২০২১ এর শর্তাবলীঃ
ক. সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্বপালন করতে হবে ।
খ. রেজিস্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরতযোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশশ্রহণ করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।
গ. চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরতযোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে এবং পিতা/দায়িত্শীল ব্যক্তিকে
জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
ঘ. সকল পদে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
উ. পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
চ. সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে ।
ছ. অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই ।
অফিসিয়াল সার্কুলার লিংক- http://www.rrf-bd.org/jobs/circular/
আরো এনজিও চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন -
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে নিয়োগ ২০২১,রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তি,rrf job circular 2021,ngo job circular 2021,NGO Job Circular 2021 Bangladesh,New NGO Job Circular 2021,All NGO Job Circular 2021 bd,RRF Result 2021,www.rrf-bd.org viva result 2021,rrf job circular 2021 result,rrf, rrf ngo, rrf job, এনজিও চাকরির খবর, একজিও চাকরির খবর ২০২২, এনজিও চাকরির খবর ২০২১, rrf ngo job circular 2021,rrf job circular,rrf job circular 2021, ngo job circular 2022,rrf job circular 2021।rrf ngo job circular 2021।রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে নিয়োগ ২০২১।এনজিও চাকরির খবর ২০২২।rrf job circular।ngo job circular।rrf