শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। shakti foundation job circular 2021 । শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২১
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। Shakti foundation job circular 2021 ।
শক্তি ফাউন্ডেশন ফর ডিসগ্যাডভান্টেজড উইমেন
নারী ক্ষামতায়নে শক্তি ফাউন্ডেশন
নিয়োগ বিজ্ঞপ্তি
“শক্তি ফাউন্ডেশন ফর ডিসগ্যাডভান্টেজড উইমেন” একটি ক্ষুদ্রধণ সংস্থা, যা ১৯৯২ সাল থেকে সুবিধাবধ্তিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টখ্রাম বিভাগ (চষ্টথ্রাম, কক্সবাজার, বান্দরবন, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষীপুর), খুলনা বিভাগ (খুলনা, বাগেরহাট, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা) এবং ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়নগজ, মানিকগজ) জেলাসমুহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ খণ (SME) এবং হেলথ প্রোথামে নিমক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এছাড়াও অন্যান্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- আবেদন করতে হলে কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে ।
- কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
- কোন পাদের জন্য কতটুকু অভিঙ্গতা লাগবে ।
- কোন পদে কত জন নিয়োগ করা হবে ।
- বেতন ভাতা কত হবে ।
- আবেদনের সময়সীমা।
- প্রার্থীর বয়স কত হতে হবে বিস্তারিত তথ্য জানতে পারেবন।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মোট ৯ ক্যাটাগরিতে ৬৩৫ পদে লোকজনব নিয়োগ করা হবে বলে প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থাটি । নিচে ক্যাটাগরি অনুসারে সকল পদের নাম, বেতন, পদ সংখ্যা, শিক্ষাগতে যোগ্যতা উপস্থাপন করা হলো:
শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২১
ক্যাটাগরি-১
পদের নামঃ
- ট্রেইনি ক্রেডিট অফিসার
শূন্য পদ সংখ্যাঃ
৪০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক/ ডিগ্রি
ক্যাটাগরি-২
- অ্যকাউনট
২০,০০০-২২,০০০
শূন্য পদ সংখ্যাঃ
৭০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক/ ডিগ্রি/স্নাকোত্তর
ক্যাটাগরি-৩
পদের নামঃ
- এমই সুপারভাইজার
২৫,০০০-৩২,০০০
শূন্য পদ সংখ্যাঃ
১০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক/ ডিগ্রি/স্নাকোত্তর
ক্যাটাগরি-৪
- শাখা ব্যবস্থাপক
৩০,০০০-৩৯,০০০
শূন্য পদ সংখ্যাঃ
৭০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক/ ডিগ্রি/স্নাকোত্তর
ক্যাটাগরি-৫
- এরিয়া সুপারভাইজার
৪১,০০০-৪৭,০০০
শূন্য পদ সংখ্যাঃ
২০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক/ ডিগ্রি/স্নাকোত্তর
ক্যাটাগরি-৬
- রিজিওন হেড
৬০,০০০-৬৭,৫০০
শূন্য পদ সংখ্যাঃ
৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক/ ডিগ্রি/স্নাকোত্তর
ক্যাটাগরি-৭
- সিনিয়র রিলেশনশীপ অফিসার
২৪,০০০-৩৩,০০০
শূন্য পদ সংখ্যাঃ
৫০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক/ ডিগ্রি/স্নাকোত্তর
ক্যাটাগরি-৮
- এরিয়া কো-অর্ডিনেটর
৪৩,০০০-৫২,৫০০
শূন্য পদ সংখ্যাঃ
১০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক/ ডিগ্রি/স্নাকোত্তর
ক্যাটাগরি-৯
- মহিলা মেডিকেল অ্যাসিসটেন্ট
১২,০০০
শূন্য পদ সংখ্যাঃ
৫০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
৪ বছরমেয়াদী MATS কোর্স সম্পন্ন হতে হবে ।
শক্তি ফাউন্ডেশন এর হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার (SMCC) পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। উল্লেখ্য যে, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা-নবাবগঞ্জ, নারায়নগঞ্জ; মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, জজের লারা রা বো রিবরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশোর, ঝালকাঠি, মাদারীপুর ও চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা:
১) ১-৫ নং পদের জন্য চট্টথাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ী এলাকায় অবস্থিত শাখাসমুহে কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০-২৫০০/- টাকা করে পাহাড়ী ভাতা প্রদান করা হবে,
২) সংস্থার পলিসি অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে ২ টি উৎসব বোনাস সুবিধা,
৩) স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযারী প্রভিডেন্টফান্ড, গ্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা,
৪) কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িতৃকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে,
৫) সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে স্কল কর্মীর ক্ষেত্রে ১ লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান।
৬) নারী কর্মীদের জন্য মাতৃত্যকালীন ছুটি (৬মাস)
৮) সর্বোচ্চ ছাড়ে দেশেরে নামকরা প্রতিষ্ঠানে চিকি/সা সুবিধা ।
৯) সংস্থার পলিসি অনুযায়ী মাঠপর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভ সেবা ।
333
প্রশিক্ষণ ফি :
আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী;
লিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী জুলাই ১০, ২০২১ তারিখের মধ্যে পাঠাতে হবে
* খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে
*সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে
* শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে
* ১নং পদে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই
*নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে
* লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti-01817-031440) এর মাধ্যমে জানানো হবে।
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,শক্তি ফাউন্ডেশন জব সার্কুলার ২০২১,শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 202১,শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২১, shakti foundation job circular 2021,shakti ngo job circular 2021,www.shakti.org.bd job circular, এনজিও চাকরির খবর ২০২২।