জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (SSC পাশে) ।Chittagong dc office job circular 2021।dcctg teletalk com bd
জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার ২৫ মার্চ ২০২১ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.১১.০০৯.১৯.১৬৭ সংখ্যক স্মারক পত্রের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজন্ব শাখাসহ ১৫টি উপজেলা ভূমি অফিস এবং ০৬টি সার্কেল ভূমি অফিসের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে৷
- মোট পদ সংখ্যা ১৪০ টি ,
- শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC/JSC
- বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬),৮২৫০-২০০১০ (গ্রেড-২০)
- আবেদন শুরু ২৩/০৬/২০২১ সকাল ১০ টা
- আবেদন শেষ - ১৭/০৭/২০২১ বিকাল ৫টা পর্যন্ত
এই নিয়োটির মাধ্যমে জানতে পারবেন -
- আবেদন করতে কতুটু শিক্ষাগত যোগ্যতা লাগবে ।
- কোন পদে কত জন লোক নিয়োগ করা হবে ।
- কি কি অভিজ্ঞতা লাগবে ।
- বেতন ভাতা কত হবে ।
- পরীক্ষার সময় কি কি কাগজ পত্র লাগবে ।
- কোন জেলার প্রার্থেীগণ আবেদন করতে পারবেন ।
এই নিয়োগটিতে মোট ৭ টি ক্যাটাগরিতে ১৪০ জন লোকজনবল নিয়োগ করা হবে । Chittagong dc office job circular 2021
নিচে প্রত্যেক ক্যাটাগরি তে আলাদা আলাদা পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন, পদ সংখ্যা, অভিজ্ঞা ইত্যাদি সুন্দরভাবে তুলে ধরা হলো:
ক্যাটাগরি-১পদের নাম:
অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন:
৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
পদ সংখ্যা:
২৪
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি (SSC) বা সমমান
অভিজ্ঞতা:
কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing/Data entry/Typing সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজীতে ৩০ গতি থাকতে হবে ।
ক্যাটাগরি-২পদের নাম:
নাজির কাম ক্যাশয়ার
বেতন:
৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
পদ সংখ্যা:
১৪
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি (SSC) বা সমমান
অভিজ্ঞতা:
কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই ।
ক্যাটাগরি-৩পদের নাম:
মিউটেশন কাম সার্টিফিকেট সহকারি
বেতন:
৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
পদ সংখ্যা:
১৩
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি (SSC) বা সমমান
অভিজ্ঞতা:
কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই ।
ক্যাটাগরি-৪পদের নাম:
সার্টিফিকেট পেশকার
বেতন:
৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
পদ সংখ্যা:
১৪
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি (SSC) বা সমমান
অভিজ্ঞতা:
কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই ।
ক্যাটাগরি-৫পদের নাম:
সার্টিফিকেট সহকারি
বেতন:
৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
পদ সংখ্যা:
১৪
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি (SSC) বা সমমান
অভিজ্ঞতা:
কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই ।
ক্যাটাগরি-৬পদের নাম:
ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি
বেতন:
৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
পদ সংখ্যা:
১১
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি (SSC) বা সমমান
অভিজ্ঞতা:
কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই ।
ক্যাটাগরি-৭পদের নাম:
অফিস সহকারি
বেতন:
৮২৫০-২০০১০ (গ্রেড-২০)
পদ সংখ্যা:
৫০
শিক্ষাগত যোগ্যতা:
জেএসসি (JSC) বা সমমান
অভিজ্ঞতা:
কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই ।
অনলাইনে আবেদন ও অণ্যান্য : জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
অনলাইনে আবেদন করতে http://dcctg.teletalk.com.bd/apply.php এই লিংক এ ক্লিক করে আবেদন ফর্ম পুরন করতে হবে ।
ছবি: ছবি অবশ্যই দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্ ৩০০ Pixel হতে হবে ।
স্বাক্ষর: স্বাক্ষর অবশ্যই দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্ ৮০ Pixel হতে হবে ।
অফিশিয়াল সার্কুলার লিংক - http://dcctg.teletalk.com.bd/doc/advertistment2.pdf
বি. দ্র: উপরের লিংক এ ক্লিক করে ক্লিয়ার সার্কলার টি ডাউনলোড করতে পারবেন।
আবেদনের শর্তাবলী dcctg teletalk com bd
২। প্রার্থীর বয়সসীমা ১৮-০৭-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নহে।
৩। অসত্য/ভুল তথ্য সংবলিত/তুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত / প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে বা নিয়োগপ্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখান্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ পত্রের মূল কপি সঙ্জো আনতে হবে।
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মুল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি;
খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/গৌরসভার মেয়র/সিটি কার্পোরেশন এর কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
ঘ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা/মাতা অথবা গিতা/মাতার পিতা/মাতা এর মুক্তিযোদ্ধা সনদপত্র;
ও) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কার্পোরেশ এর কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
চ) এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ছ) প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
জ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রীম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ব) উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত উপজাতীয় পরিচয় বিষয়ক সনদপত্র;
এ?) প্রার্থীকে তার কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ /প্রমাণপত্রের সনদ;
ট) ডাউনলোডকৃতর্ Application Copy এর সত্যায়িত কপি;
ঠ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;
ড) কম্পিউটার ও শটহ্যান্ড এর প্রমাণস্বরুপ সকল সনদপত্র।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,dcctg teletalk com bd,এনজিও চাকরির খবর ২০২২, Ngo job cicular , govt job, bd job, ngo job, dc office job,